সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে স্কুল কলেজ চলাকালীন সময় ক্লাস ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীদের বাহিরে আড্ডা দেওয়ার সময় কাউখালী থানা পুলিশ ৭ৃশিক্ষার্থীকে আটক করে। অতঃপর লিখিত মুচলেকার মাধ্যমে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
২১ এপ্রিল (সোমবার) সকাল ১১ঘটিকার সময়,কাউখালী উপজেলা চত্বর পুকুরপাড় থেকে উক্ত ছাত্র-ছাত্রীদের আটক করা হয়। জানা যায় উপজেলা পুকুর পাড়ে থাকা একাধিক বৈঠকের উপরে বিভিন্ন সময়ে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়, এমন তথ্যের ভিত্তিতে সরজমিনে সোমবার উক্ত ছাত্র-ছাত্রীদের কাউখালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৭ জন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিপূর্বে বরিশাল ডিআইজি মোঃ মন্জুর মোরশেদ আলম একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,স্কুল চলাকালীন সময়ে এবং রাত আটটার পরে কোন ছাত্র-ছাত্রী দেখা গেলে আটক করা হবে কোন সুপারিশ হবে না। এ বিষয়ে কাউখালী থানা ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, স্কুল কলেজ চলাকালীন সময়ে বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে কাউখালীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও আড়ালে ঘোরাফেরা করে, সোমবার গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলা পুকুর পাড়ে অভিযান চালিয়ে ৭ জন শিক্ষার্থীকে আটক করে অভিভাবককে খবর দেয়া হয়। পরবর্তীতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড জড়িত হবে না বিধায় লিখিত মুচলেকা দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।