বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
মোঃ ফয়সাল হাসান উল্লাপাড়া প্রতিনিধি
১লা বৈশাখ ১৪৩২ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজের পাশে শাজাহানপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে এক জমকালো মেলা। এ মেলায় অংশ নিতে আগত শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
মেলায় আসা অনেক ছেলে-মেয়ে হলুদ এবং সাদা রঙের কাপড় পরে এসেছিল। এসব কাপড়ের মধ্যে ইলিশ মাছ, কুলা এবং অন্যান্য ঐতিহ্যবাহী ছবি অঙ্কিত ছিল, যা বাংলা সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। এই কাপড়গুলো শুধু ফ্যাশনের জন্য নয়, বরং বাংলা নববর্ষের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।মেলায় বিভিন্ন ধরনের স্টল ছিল, যেখানে স্থানীয় শিল্পীদের তৈরি করা পণ্য, খাবার ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়। শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলার আয়োজন, আর বড়দের জন্য ছিল সংগীত ও নাচের পরিবেশনা। মেলার উদ্যোক্তারা জানান, বাংলা নববর্ষের আনন্দকে টিকিয়ে রাখতে এবং স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে তারা এই মেলার আয়োজন করেছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও এমন মেলা অনুষ্ঠিত হবে যাতে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি সম্পর্কে আরও সচেতন হতে পারে। মেলাটি শেষ পর্যন্ত একটি সফল উদযাপন হিসেবে পরিণত হয়, যেখানে সবাই একত্রিত হয়ে বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করেছে।