মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
জেলা প্রতিনিধি পটুয়াখালী
বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার আয়োজনে সোমবার (৭ এপ্রিল) বিকাল ০৪ টায় দখলদার ইসরায়েলের গণহত্যা আগ্রাসনের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভটি পটুয়াখালী নিউমার্কেট থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাটে শেষ হয়। মিছিল ও সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী -০১ ( দুমকি,মির্জাগঞ্জ,পটুয়াখালী সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির, কর্ম পরিষদের সদস্য এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, তিনি ফিলিস্তিনের নির্যাতিত,গণহত্যা বন্ধ, যুদ্ধ বিরতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি জানান। এ সময় তিনি বলেন,”ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত গণহত্যা,নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের গণহত্যা বন্ধ সহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,এবিএম সাইফুল্লাহ কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য,ও পটুয়াখালি জেলা কর্ম পরিশোধ সদস্য।অধ্যাপক, শহিদুল ইসলাম আল কায়সারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি। পৌর আমির মাওলানা আবুল বাশার,প্রমুখ্য।