শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
অস্ত্র ও গোলাবারুদ সহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক; উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলা: জামায়াতের আমিরের নেতৃত্বে অতর্কিত আক্রমণ; ফরিদপুরে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড প্রদান; মোংলায় কোষ্টগার্ডের অভিযানে হরিণের মাংস জব্দ; ভান্ডারিয়ায় মনি জমাদ্দারের সভাপতির পদ অব্যহতির দাবিতে মানববন্ধন ; মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু ; মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা; নওগাঁতে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের হজ্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে; পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন ; মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ; নওগাঁর রাণীনগরের পাতি: উত্তরাঞ্চলের কৃষকদের ‘অসময়ের বন্ধু’; এনায়েতপুরে বিএনপির ৮ নেতা বহিষ্কার; নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী মেলা জমে উঠেছে উল্লাপাড়ায়; পটুয়াখালী দুমকিতে টর্নেডোর আঘাতে সড়ক তছনছ; নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন নওগাঁর আত্রাইয়ে; কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও বর্নাঢ্য র‍্যালীর আয়োজন; নববর্ষকে স্বাগত জানিয়ে মোংলায় বিএনপির আনন্দ শোভাযাত্রা; বাংলা নববর্ষে আব্দুল মালেক খান‌ ঘোল উৎসব আয়োজন করেন; খাস জমি দখলকে কেন্দ্র করে শাহজাদপুরে দু‘গ্রুপের সংঘর্ষে নিহত ১ ; কাউখালীতে ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ বেড় জাল জব্দ;

গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে;

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুময়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গাজায় নজিরবিহীন ইজরায়েলী হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলের একের পর এক বর্বরোচিত বোমা হামলায় রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিমদের পবিত্র ভুমি। অপরদিকে শিশুদের কাঁন্না আর লাশের মিছিলে যখন আকাশ বাতাস ভারি হয়ে গেছে, মা বোনদের রুহু আহাজারিতে পৃথিবী কেঁপে উঠছে। কিন্তু আজকের বিশ্বের মোড়লরা নিশ্চুপ ভূমিকা পালন করছে।
আজ ভরাক্রান্ত হৃদয়ে বলতে চাই সারা পৃথিবীতে প্রায় ২শ’ কোটি মুসলমানের বসবাস। এককভাবে কোনো জাতির সংখ্যাগরিষ্টতা নাই। কিন্তু অত্যন্ত দুঃখে সাথে বলতে হয় এত বড় জাতির নেতৃত্বে যারা রয়েছেন তারা আজ ভোগ বিলাশে মগ্ন। এই সকল নেতৃবৃন্দকে হাসর ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দার করিয়ে দিব। ফিলিস্তিনের ভাই বোনদের বর্তমান অবস্থা পৃথিবীর কোনো মানুষের সহ্য করার মত নয়। যেই দেশে একটি কুকুর মারা গেলেও জাতিসংঘের মায়া কান্না শুরু হয়ে যায়। অথচ গাজায় হাজার হাজার শিশুসহ লাখ লাখ অসহায় গাঁজাবাসিকে অন্যায় ভাবে হত্যা করা হলেও আজ জাতিসংঘের কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনা। অতএব এই জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোনো অধিকার বাস্তবায়ন হবেনা। তাই অচিরেই মূসলিম জাতিসংঘ গঠন করতে হবে। এর আগে পৌর শহরের বি এল এস জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মোনাজাতের মাধ্যমে শেষ করে।এ সময় ইসলামী আন্দোলনের মোংলা উপজেলা শাখার সভাপতি মো: রেজাউল মৃধা, সহ-সভাপতি মাওঃ ইউসুফ ইকবাল, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওঃ রুহুল আমীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা সভাপতি, বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো: ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ, সহ-সভাপতি মো: বায়জিদ, সাংগঠনিক ইসমাইল বীন আ: আজিজ, ইসলামী যুব আন্দোলন মোংলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ ইসমাঈল সোসেন, পৌর শাখার সহ-সভাপতি তারেক বীন সুলতান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার