শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুর জেলা পুলিশ প্রার্থী নিয়োগের ১ম দিনের যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ; এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সমূদ্র বিলাস ভ্রমন 2025 ইং ; অস্ত্র ও গোলাবারুদ সহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক; উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর হামলা: জামায়াতের আমিরের নেতৃত্বে অতর্কিত আক্রমণ; ফরিদপুরে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড প্রদান; মোংলায় কোষ্টগার্ডের অভিযানে হরিণের মাংস জব্দ; ভান্ডারিয়ায় মনি জমাদ্দারের সভাপতির পদ অব্যহতির দাবিতে মানববন্ধন ; মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু ; মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা; নওগাঁতে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের হজ্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে; পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন ; মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ; নওগাঁর রাণীনগরের পাতি: উত্তরাঞ্চলের কৃষকদের ‘অসময়ের বন্ধু’; এনায়েতপুরে বিএনপির ৮ নেতা বহিষ্কার; নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী মেলা জমে উঠেছে উল্লাপাড়ায়; পটুয়াখালী দুমকিতে টর্নেডোর আঘাতে সড়ক তছনছ; নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন নওগাঁর আত্রাইয়ে; কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও বর্নাঢ্য র‍্যালীর আয়োজন; নববর্ষকে স্বাগত জানিয়ে মোংলায় বিএনপির আনন্দ শোভাযাত্রা;

বরগুনায় জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলনে;

পটুয়াখালী জেলা প্রতিনিধি;

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অতীতে বাংলাদেশের জনগণের আন্দোলন-সংগ্রাম ছিল সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এবং অধিকার আদায়ের লক্ষ্যে। বিগত ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দেলোন ছিল তারই প্রতিচ্ছবি।
২৬ ফেব্রুয়ারি বুধবার বরগুনা টাউনহল ময়দানে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ২ হাজারের অধিক আমাদের সোনার ছেলেদের গুলি করে হত্যা করা, আয়না ঘরে গুম ক্রসফায়ারসহ সমস্ত হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড ছিল শেখ হাসিনা। একথা দেশ এবং সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত। ছাত্র-জনতার এই অভ্যুত্থানে গণহত্যার শিকার হয়েছে বহু মানুষ এবং আহত ও পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ছাত্র-জনতা।
তিনি বলেন, তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান জামায়াত নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা এত নিষ্ঠুর এবং ফ্যাসিষ্ট যে, তার ক্ষেত্রে শুধু ফ্যাসিস্ট শব্দটি প্রযোজ্য নয়। বরং তিনি একজন ‘স্যাডিষ্ট’। ইংরেজিতে তাকেই ‘স্যাডিষ্ট’ বলা হয়, যার পাষাণ হৃদয় খুন, গুম, নিষ্ঠুরতা এবং রক্তপাত দেখে একটুও কাঁপে না, বরং এটা উপভোগ করে।
তিনি বলেন, আজকে বিভিন্ন মহল থেকে জালিম শেখ হাসিনাকে রক্ষা করার জন্য রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাদের এ ষড়যন্ত্র দেশবাসী যে কোনো মূল্যে রুঁখে দিবে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নূতন স্বাধীনতা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের নিকট দেশবাসীর অনেক প্রত্যাশা। প্রয়োজনীয় সংস্কার শেষ করেই অর্থবহ নির্বাচন দিতে হবে।
বরগুনার এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডঃ মুয়াযযাম হোসাইন হেলাল। তিনি তার বক্তব্যে বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগরীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর এবং এ কে এম ফখরুদ্দীন খান রাযী সদস্য কেন্দ্রীয় মহলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য, বরিশাল। জনাব ডাক্তার সুলতান আহমেদ মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ। আরো বক্তব্য রাখেন বরগুনা জেলার সাবেক আমীর মাওঃ আবু জাফর মোঃ সালেহ। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বরগুনা জেলা জামায়াতের আমীর, উপজেলা সদরের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা মোঃ মহিব্বুল্লহ হারুন উক্ত সম্মেলন সঞ্চালন করেন বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ আসাদুজ্জামান আল মামুন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার