শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
জাফর ইকবাল ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা বিসিডিএস সাব কমিটির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল মাঠে বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা।
ঝিকরগাছা বিসিডিএস সাব কমিটির সভাপতি মোঃ আবু মুছা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল মোমিন সুমনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অফ কমার্স এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডাক্তার মোঃ আব্দুল্লাহ আল মামুন, যশোর বিসিডিএস এর সভাপতি মোঃ জামাল উদ্দীন বিলু, যশোর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রশিদ। উক্ত অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা সাব কমিটির প্রায় ৫০০ সদস্য, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।