বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুরের ঐতিহ্যবাহী পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৬০তম তাফসিরুল কোরআন মাহফিল হাজারো শ্রোতাভক্ত ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
গতকাল ২০ ডিসেম্বর (শুক্রবার) ২০২৪,উক্ত মাদ্রাসার পরিচালক মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান, পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, বিএনপি নেতা মোঃ হারুন শেখ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম হাসিবুর রহমান হাসিব।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা করেন, হাফেজ ক্বারী মাওলানা শোয়াইব হোসাইন বিপ্লবী যশোর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাঈমুল ইসলাম নাঈম খুলনা, হাফেজ মোঃ ফেরদৌস হাসান, মাওলানা খলিলুর রহমান পিরোজপুর সহ অত্র অঞ্চলের ইসলাম প্রিয় তাওহীদি জনতা।
প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামের সুমহান আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সদর থানার অফিসার ইনচার্জ যুবকদের রাসুলের আদর্শ ও ইসলামিক জীবন গরার আহবান জানান, বক্তারা তাদের আলোচনায় কোরআন ও হাদিসের আলোকে জীবন ও সমাজ ব্যবস্থায় ঈমান ও একিনের সাথে জীবন পরিচালনা করার গুরুত্ব আরোপ করেন।
অতিথিদের বয়ান শেষে মাওলানা শামসুল হক ১৯৭১ সালের সকল শহীদদের রুহের মাগফেরাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা ও এলাকার সকল কবরবাসীদের নামে দোয়া পরিচালনার মাধ্যমে তাফসির মাহফিল সমাপ্ত করেন।