মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে কুমারখালি হিলফুল ফুজুল যুব সংঘ। সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় কুমারখালি হিলফুল ফুজুল যুব সংঘের ব্যানারে সৌদি প্রবাসি মোঃ ইকবাল খান' সহযোগীতায় বিক্ষোভ মিছিলটি শহরের আল হেলাল জামে মসজিদ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। মুসলিম বিশ্বনেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, যারা নিজেদের মুসলিম নেতা হিসেবে দাবি করেন, তারা এখন ইসরায়েলের দাসত্ব করছেন। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ। মুসলিম সংস্থাগুলোরও ভূমিকা হতাশাজনক—তারা শুধু নীরব দর্শক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ভারতের সাম্প্রতিক মুসলিম-বিরোধী নীতিরও কড়া সমালোচনা করা হয় সমাবেশে। বক্তারা বলেন, ভারত এখন দক্ষিণ এশিয়ার আরেক ইসরায়েল। তারা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই যে মুসলিম-বিরোধী বিল পাস হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসময় কুমারখালি হিলফুল ফুজুল যুব সংঘের উপদেষ্টা ডা লুতফুল আলম বাবুল, সভাপতি মোঃ ফজলুল করীম এনায়েত, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: সুমন ও ইদ্রিস সুমন, নারিকেল তলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. মিজানুর রহমান, বায়জিদ বোস্তামি জামে মসজিদের ইমাম মাও: মিজানুর রহমান সহ অন্যান্য যুবনেতারা উপস্থিত ছিলেন।