সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
“এসো মাটির টানে”
আয়রে কিশোর আয়রে যুবক
আয়রে সবাই মিলেমিশে,
সবার শ্রমে, সবার ঘামে
গড়ি বাংলা মাকে
গরি মোরা সোনার দেশে।।
লুকিয়ে আছে, হিয়ার মাঝে
দেহ রত্ন গড়, কতশত মন্ত্র,
দেশের লাগি একটু ভাব
সুখের নিদ্রা ছেড়ে এসো।।
তাল গাছেতে বাবুর বাসা
দেখে দেখে নাও না শিক্ষা,
সবাই মিলে গড়ে তুলি
সুখের বাসা, আশা আর ভালবাসা।।
হিংসা দেমাগ ধরে রেখে
মনের দানব সুপ্ত রেখে,
হাতে হাতে, হাত রেখে
গড়ি মোরা সোনার দেশরে।।
………….নাসির মল্লিক…..