রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
ডিএ পারভেজ, ব্যুরো প্রধান ঢাকা;
অদ্য ১৭/৫/২৪ তারিখ সকাল ১০টায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ,এর নতুন কেন্দ্রীয় কার্যালয় ,সুমন ম্যানশন এভি-৭, বাড়ি নং ৩৬/৮,ব্লক -এ,সেকশন-১০, মিরপুর, ঢাকা ঠিকানায় ,উদ্বোধন করা হয়, উক্ত উদ্ভোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইং কমান্ডার হাসান মাসুদ (অব:), মহাসচিব জনাব ডিএ পারভেজ, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,জনাব এম এ আলম বাবুল , সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায় দিন, জনাব রবিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব নজরুল ইসলাম , স্থানীয় মানবিক নেতা, জনাব ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম , জনাব কাউসার হোসেন সুইট, জনাব আঃ হামিদ, স্থানীয় মানবিক নেতা, জনাব রবিউল ইসলাম টিপু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ