রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
মো: সোহরাওয়ার্দী হোসেন,
ব্যুরো প্রধান রাজশাহী
ঐক্য অধিকার মুক্তি,ও শ্রমিকের অধিকার আমাদের
অঙ্গীকার এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে ০৯ই মে মবুপুর বাজারে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ঐক্য ও সংগ্রামে ৪ বছর উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মো: সোহরাওয়ার্দী হোসেন সাহেব।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো: নাঈম উদ্দিন সিরাজী সাহেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক
আব্দুল বারেক সরকার।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মো: শফিকুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সাইদুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি,আল আমিন। বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি, মো: শফি উদ্দিন। বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা সদস্য আশরাফুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক শ্রমিক অধিকার পরিষদ বেলকুচি উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক কালাম সহ শত শত নেতা কর্মি উপস্থিত ছিলেন,
সিরাজগঞ্জ জেলা সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন,দেশে বর্তমানে যে অরাজকতা চলছে তা আমরা বিভিন্ন মাধ্যমে দেখছি এবং জানতে পারতেছি। আজ আমি আপনি যদি এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে না পারি, আমরা নিজেরা তো সাফার করবো পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও ভালো কিছু উপহার দেওয়া সম্ভব না। তাই নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন। তবে তা মানুষের সাথে দ্বন্দ্ব করে নয়, মানুষের সাথে ভালো ব্যবহার সংগঠনের ভালো দিকগুলো তাদের মধ্যে তুলে ধরতে হবে, আর রাজনীতি এমন একটা জিনিস আপনাকে প্রচার ধৈর্যের পরিচয় দিতে হবে পাশাপাশি অনেক কিছু হজম করার মত সক্ষমতা থাকতে হবে। তবে সঠিক পথে থাকলে জয় আসবেই ইনশাআল্লাহ।
সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদ কে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।