শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
মো: সোহরাওয়ার্দী হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী
জয়রামপুর মানব সেবা রক্তদান ইউনিট এর সভাপতি, হানিফ সরকারের নেত্বীতে, অএ সংগঠনের সকল সদস্যগনের সাথে নিয়ে কুমিল্লা ফেনী নোয়াখালী বানভাসি মানুষের জন্য এান সংগ্রহের কর্মসূচী পরিচালনা করেন, নগদ ৩৫৬০ টাকা ও ৮০ কেজি চাউল বিতারন কর্মসূচি করেন।
এান তহবিলে উপস্থিত ছিলেন, মোহন,হাবিবুর, হানিফ, নাঈম জিহাদ করিম, রিদয় সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সংগঠনটি ২০২১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে, বিভিন্ন প্রসূতি নারী ও অসহায় ক্যান্সারের রোগী থ্যালাসেমিয়া ও অসহায় রোগীদের, সদস্য গন স্বেচ্ছায় রক্ত দান করে আসছে।
পাশাপাশি মানবিক কাজে, জয়রামপুর রক্তদান ইউনিট কাজ করে যাচ্ছে।
অত সংগঠনের আহবায়ক মোহনের সাথে কথা বলে জানতে পারি,
সংগঠনের প্রায় ৪০ জনের মত সদস্য রয়েছে।