শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
মোঃ সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ এনায়েতপুর থানার গোপালপুর চরকাদহ দক্ষিণপাড়ায় কৃষি জমি নিয়ে এক পক্ষের ৪জন আহত ও অন্য পক্ষের বাড়িতে হামলা ও লুটের অভিযোগ উঠেছে।
১৬ই ফেব্রুয়ারি২০২৫ কৃষি জমি নিয়ে পূর্ব থেকেই ঝামেলা চলছিল। এমন অবস্থায় এক পক্ষের ৪জন আহত অন্য পক্ষের বাড়িতে হামলা করে ঘরে থাকা আলমারি ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর ও সোনা গহনা লুটের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় মোছাঃ আছিয়া বেগম (৩৫) ১৯জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। এবং অন্য পক্ষ সাবিনা ১২জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরবাড়ি ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং অন্য পক্ষ চারজন আহত হয়েছে। এ বিষয়ে রাবেয়া কাছে জানতে চাইলে তিনি বলেন: অনেক দিন হলো এই কৃষি জমি নিয়ে ঝামেলা চলছিল। আলমগীর নামের ব্যক্তি বলেন জমি টা সে কিনেছে। আমার একটা কথা আসলেই যদি জমি টা সে ক্রয় করেই থাকেন তাহলে সে কাগজ পত্র দেখাক । এতো দিন জোর করে জমি আলমগীর চাষাবাদ করে। গফুর মোল্লা কাছে জানতে চাইলে তিনি বলেন: এই জমির মালিক আমি নিজে। বিগত ২০বছর আগে কিছু টাকা হাওলার নিয়েছিলাম। আবার আমার টাকাটা ফেরত দিয়েছি। কিন্তু এখন তারা বলছে সে জমি কিনেছে আমার স্ত্রীর কাছে থেকে। যদি তাই হয় তাহলে কাগজ পত্র দেখাক। নাঈম মোল্লা সাংবাদিক দের কাছে বলেন : বিগত অনেক বছর হলো আমাদের জমি নিয়ে ঝামেলা চলছিল। গত ১৬ তারিখে আলমগীর সহ কয়েকজন মিলে আমাদের চারজন কে আহত করেন। আলমগীর এর বাড়িতে হামলা ও লুটের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে ওই ঘটনা ৫ই আগষ্টে হয়েছিল। সামিউল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন: জমি টা মূলত আমাদের। বিগত ২০বছর আগে থেকেই আমাদের জমি টা জোর পূর্বক ভাবে আলমগীর চাষাবাদ করেন।আসলে এই জমির কাগজপত্র তাদের নেই। সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত জমির মালিক কে জমি টা ফেরত দেওয়া হোক। এ বিষয়ে জাহানারা (উলা) জানতে চাইলে তিনি বলেন, জমি বিষয়কে কেন্দ্র করে আমাদের হুমকি প্রদান করে । প্রকৃত জমির মালিক আমি নিজে কিন্তু তারা বলছে জমি তারা কিনেছে । ২০ বছর আগে গোপন ভাবে টাকা হাওয়াত নিয়েছিলাম এবং গোপনভাবেই ফেরত দিয়েছি। কিন্তু এখন তারা বলছে টাকা দিয়ে জমি কিনেছি। তারা গত ২০ বছর জমিটা চাষাবাদ করতো। এ বিষয়ে ভুক্তভোগী মোছা:আছিয়া সাংবাদিকদের বলেন: গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ আনুমানিক বিকাল ৪:৩০ মিনিটে আমার স্বামী জমিতে কাজ করতে নিয়েছিলেন এমন সময় লিটন ও শফিকুল পূর্বে শত্রুতা জের ধরে আমার স্বামীকে এলো পাথারী ভাবে কিল ঘুষি দেয় , সময় আমার স্বামী ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। আবার একই দিনে সন্ধ্যার পরে আমার বাড়িতে
হামলা করে হামলা করে এবং আসবাবপত্র ভাংচুর করে। আমাদের বাড়িতে তিনজনের তিনটা ঘর , এই ঘরে থাকা আলমারি ভিতরে থাকা টাকা গহনা লুট করে নিয়ে যায় । সর্বমোট ১৭,৮১,০০০ টাকার ক্ষতিসাধন করে। আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন: প্রায় ২৫ বছর আগে আমার চাচাতো বোন জমিটা আমার কাছে বিক্রি করে দেয়। আমার বোন বলল যে জমি রেজিস্টারি টাকা খরচ করে কি হবে, তুমি আমার চাচাতো ভাই আমাদেরই থাকবে সমস্যা কি। রেজিস্টারি করার দরকার নাই । আর এখন তিনিই বলছেন জমিটা বিক্রি করে নাই। আচ্ছা সমস্যা না বুঝলাম কিন্তু ৩০/৩৫ জন লোক এসে আমাকে এবং আমার বাড়িতে এসে ঘরবাড়ি ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর ও তিনটা ঘরের আলমারির ভিতর থাকা সোনার গয়না ও টাকা লুট করে নিয়ে যায়। এবং বাড়িতে থাকা তিনটা গরু নিয়ে তারা জবের করে খায়। মোটরসাইকেল ছিল সেটাও নিয়ে যায়। আমার প্রায় ১৭ লক্ষ ৮১ হাজার টাকা ক্ষতি সাধন করে। আমি প্রশাসন ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি বিচারটা চাই । এ বিষয়ে এক মুরুব্বী বলেন: তারা চাচতো ভাই বোন বিগত অনেক বছর আগে তারাই জমিটা বিক্রি করে কিন্তু জমির কোন কাগজপত্র হয় নাই। তারা এখন এসে জমি দাবি করছে । কিন্তু এই জমি কে কেন্দ্র করে বাড়িতে হামলা করা ঠিক হয় নাই এতো ক্ষতি করে তাদের কোনো লাভ হয় নাই। আমরা এলাকাবাসী সুস্থ তদন্তের মাধ্যমে একটা সমাধান করা হোক।