শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
মোঃ হাসমত আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুর এর বেতিল চরে ক্রিকেট খেলছিল কয়েক জন মিলে, হঠাৎ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া শুরু হয়, এর মধ্যে বজ্রপাত শুরু হলে ,খামার গ্রামের বাসিন্দা মোঃ হাকিম এর ছেলে মোঃ মারুফ হাসান ১৭, এবং বেতিল চরের, বাসিন্দা মোঃ আবু তারার ছেলে মোঃ আল আমিন ১৩ বজ্রপাতে ঝলসে যায়,
এমতাবস্থায় তাদের কে প্রথমে খামার গ্রাম” ড্যাফোডিল হাসপাতালে, নিয়ে যায় পরে এনায়েতপুর “খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল “এ নিয়ে যাওয়া সময় পথের মাঝে মৃত্যু বরণ করেন,
এদের মধ্যে আরও অনেকে আহত হয়েছেন, তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদের মধ্যে মোঃ মারুফ হাসান, তিনি একজন টগবগে যুবক,বেতিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র, তাহাকে হারিয়ে তার পরিবারের সদস্যরা যেনো পাগল প্রায়।আর মোঃ আল আমিন হোসেন, সেতো একজন কিশোর তাকে হারিয়ে তার পরিবার যেন পাগল হয়ে গেছে,
আল্লাহ তায়ালা এ দুই পরিবারের মধ্যে ধৈর্য ধরার ক্ষমতা দিন, লাশ দুই পরিবার যার যার বাড়িতে নিয়ে গিয়েছেন।