উল্লাপাড়া প্রতিনিধি, মোঃ ফয়সাল হাসান।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী গ্রামের খেপু হাওলাদারের ছেলে শ্রী গণেশ হাওলাদার চার দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে শোনা যাচ্ছে, বিবাহের পর থেকে স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না, এমনটি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গত মঙ্গলবার (২ এপ্রিল) গণেশ হাওলাদার বাড়ি থেকে বাজারে গিয়ে গ্যাস ট্যাবলেট কিনে আনেন। বাড়িতে ফিরে এসে তিনি ভাই রতন হাওলাদারকে বলেন, "ভাই রতন, আমার ভালো লাগছে না, আমার বুকের ভিতর জ্বলছে, আমি গ্যাস ট্যাবলেট খেয়েছি।" এই অবস্থায় রতন তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মেডিকেলে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শ্রী গণেশ হাওলাদার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি আত্মহত্যার মতো ঘটনা হতে পারে, তবে ঘটনাস্থলে পুলিশ এসে বিস্তারিত তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও পরিবারের সদস্যরা বলছেন যে, স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
এই ঘটনায় পুরো গ্রামে শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহত যুবকের পরিবারের সদস্যরা এখনো শোকাহত অবস্থায় রয়েছেন এবং সকলেই তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।