মো: সোহরাওয়ার্দী হোসেন;
ব্যুরো রাজশাহী;
ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মাহমুদুল কবির নয়ন নামের এক সাংবাদিক।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
মাদক কারবারিদের হামলার শিকার সাংবাদিক মাহমুদুল কবির নয়ন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সূর্যদয় পত্রিকার সহ সম্পাদক ও দৈনিক ক্রাইম তালাশ এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
গুরুতর আহত সংবাদিক মাহমুদুল কবির নয়ন জানান,শুক্রবার রাতে চাকলাপাড়া এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী রিপন,সঞ্জয়,সাগরসহ প্রায় ৫-৬ জন দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায়। পরে আমার আত্মচিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ ব্যাপরে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগী সাংবাদিক এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।