মোঃ সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি ;
গণঅধিকার পরিষদ (GOP) এর অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ’ এর কেন্দ্রীয় সহ প্রবাসী শ্রমিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কৃতি সন্তান মোঃ মীর মামুন। মীর মামুন সাংবাদিকদের বলেন,
দেশে বহু শ্রমিক সংগঠন আছে। শ্রমিকের মান উন্নয়ন নিয়ে কোনো শ্রমিক সংগঠন কাজ করেনা। শ্রমিকের ন্যায্য পাওনা, ন্যায্য হিসাব কখনো পায় না। শ্রমিকদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়। যেই শ্রমিকের ঘামের কারণে দেশের অর্থনীতির চাকা ঘুরে সেই শ্রমিক পরিবারের উন্নয়নের চাকা ঘুরে না। কৃষকের ছেলে কৃষক হবে, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে এই নীতি আমরা চাই না। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এদেশের মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করবে। শ্রমিকের ন্যায্য দাবি দাবা নিয়ে কাজ করবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের যে স্লোগান দেওয়া হয়েছে তা মুক্তির স্লোগান,আমাদের লক্ষ শ্রমিকের রাষ্ট্র। বিগত ৫৩ বছরে কোন সরকার শ্রমিকদের উন্নয়নে ভাবেনি। নুরুল হক নুর আমাদের মেহনতি মানুষের অধিকার আদায়ের নেতৃত্ব শিখিয়েছেন আগামীতে গণধিকার পরিষদ ৩০০ (তিন শত) আসনে প্রার্থী দেবে,গণ অধিকার পরিষদ শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন নিয়ে কাজ করছে যেন এদেশের মেহনতী মানুষের উন্নয়ন ঘটে।’