শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার;
বাগেরহাটের মোংলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ১৩ই সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে রামপাল মোংলা ও মোংলা পৌর বিএনপির পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকের জান মাল বাড়িঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দীঘরাজ মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাবু সচিন হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম সহ বিএনপির অন্য অন্য নেতাকর্মী।