বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন” স্লোগানে মোংলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। এই উপজেলায় একটি ভালো পরিবেশ রয়েছে যেটার মধ্য দিয়ে ভালো খেলোয়াড়, ভালো অফিসার, ভালো লেখক, ভালো সাহিত্যিকসহ সকল ধরনের ভালো মানুষ গড়ার সুযোগ রয়েছে। আমরা আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহারটা করবো এবং কুপথে, বিপথে আমরা আমাদের শিশুদের, আমরা আমাদের তরুণদের যেতে দিবো না। তিনি আরও বলেন, আমরা যতদূর পারি আমাদের নিজ অবস্থান থেকে চেষ্টা করবো যেন আমাদের তরুণ সমাজ তাদের তারুণ্য দিয়ে এই দেশটাকে গড়তে পারে। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস সহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন খেলার খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।