শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
মো: সায়েম মাতুব্বর
ডাসার কালকিনি প্রতিনিধি
গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন— ডাসার উপজেলার উত্তর ডাসার গ্রামের মৃত সাহেব আলী বেপারীর ছেলে ইস্রাফিল বেপারী (৩২) ও একই গ্রামের আহম্মেদ হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (৩০)। ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বেরিবাঁধ এলাকার কাজী বাড়ির মোড়ে হানিফ মজুমদার নামে এক ভ্যানচালক ব্যাটারি চালিত ভ্যান রাস্তার পাশে রেখে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তার ভ্যান নেই। তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পান, সংঘবদ্ধ চোর চক্রের কয়েকজন সদস্য তার ভ্যান নিয়ে পালাচ্ছে।
এ সময় স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করে। চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে ভ্যানসহ আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। চোর চক্রের দীর্ঘদিনের অপতৎপরতা
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র উপজেলাজুড়ে ব্যাটারি চালিত ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন বসতবাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। পুলিশের বক্তব্য
এ বিষয়ে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “ব্যাটারি চালিত ভ্যান চুরির ঘটনায় দুই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।” স্থানীয়দের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনবে, যাতে এ ধরনের চুরির ঘটনা বন্ধ হয়।