শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
মো: সোহরাওয়ার্দী হোসেন,
ব্যুরো প্রধান রাজশাহী
সিরাজগঞ্জ জেলা আমীর মাওঃ শাহীনূর আলম ও সেক্রেটারি জাহিদুল ইসলামের শুকরিয়া আদায়।।
আলহামদুলিল্লাহ!
২/৩ দিন নানা নাটকীয়তার পর জালিমের কারাগার হতে উত্তরবঙ্গের কৃতি সন্তান,সাবেক কিংবদন্তি ছাত্রনেতা,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী জেনারেল মজলুম জননেতা মাওঃ রফিকুল ইসলাম খাঁন উচ্চ আদালতের নির্দেশে আজ ১১ ফেব্রুয়ারি,রবিবার রাত ৯ টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। কারাফটকে তাঁকে অভিনন্দন জানান,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড.হেলাল উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উল্লেখ্য,মাওলানা রফিকুল ইসলাম খাঁন ২০২১ সালের ৬ সেপ্টেম্বর গ্রেফতার হন। তিনি,সর্বমোট ৩০ মাস ৬ দিন পর আজ কারাগার থেকে মুক্তিলাভ করেন।
মুক্তি পেয়ে তিনি,তাঁর জন্য দো’য়া চেয়ে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল দ্বীনি ভাই-বোনকে সালাম জানিয়েছেন।
এদিকে,সিরাজগঞ্জের গর্ব ও কৃতিসন্তান জননেতা মাওঃ রফিকুল ইসলাম খাঁনের জন্য দেশবাসীর কাছে দো’য়া চেয়ে তাঁর সার্বিক সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে
বিবৃতি প্রদান করেছেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী,
কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম ও সেক্রেটারি মাওঃ জাহিদুল ইসলাম।
নেতৃবৃন্দ,যৌথ বিবৃতিতে খাঁন সাহের দির্ঘ্য কারা জীবনের ত্যাগ ও করবানী মহান আল্লাহ্ কবুল করে
দুনিয়া ও আখেরাতে উত্তম জাযা খায়ের কামনা করেন। সেইসাথে নেতৃবৃন্দ,তাঁর সার্বিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে তাঁর শ’তাধিক মামলার আইনী লড়াইয়ে নিয়োজিত সকল আইনজীবিসহ কেন্দ্রীয় সংগঠনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।