বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
**মন হাসবে**
নদী বলে আমায় ডেকে
আয়রে আয় আমার বুকে।
শীতল জলে মন জুড়াবো,
মনের দুঃখ মুছে দিব।।
মন ভরবে, মন হাসবে
খিদে যাবে উড়ে।
গাংচিলে ছো দিলে
মনকাশে ভাসবে তুমি
সকল কষ্ট ভুলে।।
আমার তীরে বসলে তুমি
শীতল হাওয়ায় মন জুড়াবো।
মনের কালি মুছে দিব
দশ দিগন্ত খুলে দিব,
ভালবাসার ঢালি হাতে।
হুর, পরীরা হাত বাড়িয়ে
ডাকবে তোমায় অপর পাড়ে।।
……..নাসির মল্লিক………….