শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
মোঃ আঃ কুদ্দুস খান; মঠবাড়ীয়া পিরেজপুর প্রতিনিধী;
পিরেজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৭ নং বাদুরতলী গ্রামের ধলু পিতা মনির আকনের আজ ২৯/০৩/২৫ তারিখ সকাল ৬ টায় লাশটি উদ্ধার করা হয়।তার পিতা মনির,আকন এবং স্হানীয় ইউপি সদস্য মোঃ জিয়া সহ শতাধীক এলাকবাসীর বক্তব্য এটা একটা পরিকল্পিত হত্য।আর যে ধান ক্ষেতে থেকে মৃত্যু দেহটি উদ্দার করা হয়েছে সেটা তাদের ধান ক্ষেত নয়।যে দেখতে গিয়ে কোন না কারনে মারা গিয়াছে।আর ঘটনা স্হলটিতে গিয়া মৃত্যু বরন করা কোন কারন হওয়ার যোক্তিতা নাই।এলাকাসীর বক্তব্য ও লাশের ভিডিও ফুটেজে দেখবেন।তবে মঠবাড়ীয়া থানার এসআই আলমগীর ঘটনা স্হলে উপস্হত হয়ে ময়না তদন্তের কাজ সহ পোস্ট মার্টেমের ব্যাবস্হা নিচ্ছেন এবং সঠিক তথ্য উদ্ঘাটন সহ আইনগত ব্যাবস্হা গ্রহন ও দোষীদের খুজে বের করে গ্রেফতারের ব্যাবস্হা করবেন বলে এলাকাবাসীদের আশ্বাস্হ করেন।