শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
প্রতিনিধিঃ মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত ১২ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. আনুমানিক সকাল ১০.৩০ ঘটিকায় সময় ভিকটিম মঠবাড়িয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণির ছাত্রী কে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আসামী কবির হাওলাদার(৪৫) পিতাঃ মৃতঃ আজাহার হাওলাদার,গ্রামঃ পশ্চিম পাতাকাটা,থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর। উভয় প্রতিবেশী ও দুঃসম্পর্কে দাদা ও নাতনী সেই সাথে পাশাপাশি বাড়িতে বসবাস করে। জানা যায় ঘটনার দিন আসামী কবির হাওলাদার এর পরিবার তাহার আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে বেড়াতে যায়। কবির হাওলাদার একা বাড়িতে থাকিয়া সিদ্ধ ধান বাড়ির উঠানে শুকানো ও পরিচর্যা করেন। পরবর্তীতে নাতি ভিকটিম কে তাহার ধান শুকানোর সহায়তা করার জন্য আসামীর বাড়ির উঠানে ডাকে, অতঃপর ভিকটিম তাহার শুকাতে দেওয়া ধান দীর্ঘ সময় ধরিয়া নাড়িয়া দিতে সহযোগিতা করেন। আসামী কবির হাওলাদার কু মতলবে সময় সূযোগ বুঝিয়া ভিকটিমের হাত ধরিয়া জোরপূর্বক আসামীর খালি ঘরের মধ্যে নিয়ে চৌকির উপর শোয়াইয়া পা বাধিয়া মুখ চেপে ধরে এবং তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে বলে প্রাথমিকভাবে ভিকটিমের অভিযোগ মতে জানা যায়। পরবর্তীতে মঠবাড়িয়া থানায় ভিকটিমের পরিবার বাদী হয়ে একটি নারী ও শিশু নির্যাতন সহ ধর্ষণ মামলা করেন কবির হাওলাদার কে আসামি করে। ধর্ষণের বিষয়টি থানা পুলিশ সহ প্রতিবেশীর মধ্যে জানাজানি হয়ে গেলে আসামি কবির হাওলাদার পালিয়ে যায়। মঠবাড়িয়া থানা পুলিশ আসামীকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা চলমান ছিল। বর্তমান ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গোয়েন্দা তৎপরতায় অদ্য ১১ মার্চ মঙ্গলবার মঠবাড়িয়া বড়ো মাসুয়া ফেরিঘাট থেকে,বরিশাল র্যাব-৮ একটি দল আসামি কবির হাওলাদার কে আটক করে থানা পুলিশের হস্তান্তর করেন।