মো: সোহরাওয়ার্দী হোসেন,
ব্যুরো প্রধান রাজশাহী
আসন্ন বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেলকুচি পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির উদ্দোগে, বেলকুচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যাল মাঠে, বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে (রবিবার) বিকেলে আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খাঁন এর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, এনায়েতপুর থানার সহ সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সাবেক জিএস সেলিম সরকার, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিরুল ইসলাম, আছির উদ্দিন মোল্লা, আমিন শিকদার, কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, কাউন্সিলর মোন্নাফ মোল্লা,
মাহবুবুল আজাদ তারেক, কাউন্সিলর ফজলুর রহমান ফজল, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, সৌরভ আহম্মেদ উৎস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে, চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বলেন, ৮ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, আমার সম্মানিত প্রতীক দোয়াত- কলম, উক্ত নির্বাচনে ০৮ মে দিনভর কালো টাকার বিরুদ্ধে ভোট দেওয়ার আহবান জানান।