মো:সোহরাওয়ার্দী হোসেন,ব্যুরো প্রধান রাজশাহী;
সিরাজগঞ্জের বেলকুচিতে পবিত্র ঈদ-উল ফিতর একতা বন্ধন যুবসমাজের উদ্যোগে প্রায় ১০০ (একশত) পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বেলকুচি দিঘুলিয়া কোলের চর এবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে একতা বন্ধন যুব সমাজের কর্ণদ্বার মোঃ আবু সুফিয়ান খানের তত্বাবধাণে প্রায় ১০০ (একশত) অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। উপহার সামগ্রী প্যকেজে রয়েছে একটি শাড়ী, একটি লুঙ্গি, এক প্যাকেট লাচ্ছা সেমাই, এক প্যাকেট দুধ, দেড় কেজি মিছরি, প্রয়োজনীয় কিসমিছ সহ অন্যান্য উপহার।
ঈদ উপহার বিতরণকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন একতা বন্ধন যুব সমাজের কর্ণধার আবু সুফিয়ান খান, সদস্য- মোঃ হোসাইন আহমেদ, মোঃ আল-আমিন, সদস্য প্রকৈাশলী নুর হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন মজিদ হতে ইমাম সাহেব গণ উপস্তিত ছিলেন।
সংগঠণের অন্যতম সদস্য মোঃ হোসাইন বলেন সুধিধাবঞ্জিত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিতে পারায় আত্বতৃপ্তি অনুভব হচ্ছে। এই উপহার বিতরণে যারা অর্থ ও শ্রম দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলে নিকট দোয়া প্রার্থী যেন আগামী আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি।
ঈদ উপহার গ্রহন করা বিধবা মোছাঃ আছিয়া বেওয়া বলেন আমার ঈদের বাজার করার কোন টাকা ছিলনা বাজার গুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি যারা দিল তাদের যেন আল্লাহ অনেকদিন বেচে রাখেন।