স্টাফ রিপোর্টার;
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে।
২৪ জানুয়ারী বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এঁর সভাপতিত্বে মাসিক আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, বিরামপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি (সাবেক)উপাধ্যক্ষ শাহাজান আলী, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি'র) বিভিন্ন ক্যাম্পের প্রতিনিধিবৃন্দসহ ফায়ার সার্ভিজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।