শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
মো:সায়েম মাতুব্বর
কালকিনি-ডাসার প্রতিনিধিঃ
১৭ বছরের স্বৈরাচার সরকারের রাজনীতিতে দেখেছি মামলা-হামলা নির্যাতন কত অত্যাচার সাধারণ মানুষ যারা বিএনপিকে ভালবাসতো তারাও শান্তিতে ঘরে ঘুমাতে পারেনি বলে মন্তব্য করেছেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদ।
শুক্রবার সন্ধ্যায় বালিগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে মধ্য ধুলগ্রাম বালুর মাঠে ইউনিয়ন শ্রমিকদলের কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহআলম ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার,যুগ্ম সম্পাদক ইসমাইল হাওলাদার,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বেপারী, মোঃ আলমগীর হোসেন মাতুব্বর তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, বালিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ সেলিম মিয়া,সাধারণ সম্পাদক মোঃ হাকিম তালুকদারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন ৫ আগস্ট মুক্তিকামী হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে হবে। বিএনপি গণমানুষের দল,বিএনপি নির্বাচনের মধ্যেদিয়ে ক্ষমতায় আসতে চায়, ভোট ডাকাতি করে নয়। তাই সাধারণ মানুষকে ভালবাসতে হবে,সকলের অধিকার নিশ্চিত করতে হবে। এটা আমাদের দলের নির্দেশ।