শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
মোঃ ফয়সাল হাসান উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেলওয়ে স্টেশন বাজার প্রতি বছরের মতো এবছরও বাংলা নববর্ষ উদযাপন করেছে। ১ লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত এই উৎসবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াগাঁতী সীতা নাথ একাডেমির শিক্ষক অংশগ্রহণ করে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিলেন ঘোল বিক্রেতা আব্দুল মালেক খান, যিনি প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। তার দীর্ঘদিনের পরিশ্রম ও অবদানকে সম্মান জানিয়ে তাকে প্রদান করা হয় ১ লাখ টাকার চেক, একটি ক্রেস্ট এবং সনদপত্র। আব্দুল মালেক খান বলেন, “এটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। আমি যে কাজের জন্য পরিচিত, সেটির স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।” তার তৈরি ঘোলের গুণমান এবং স্বাদ স্থানীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যা তাকে এই সম্মানে ভূষিত করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনগণ, শিক্ষক যারা আব্দুল মালেক খানের সফলতাকে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন। এবারের বাংলা নববর্ষের উৎসব সত্যিই স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে আব্দুল মালেক খানের এই অর্জনের কারণে। তার এই সফলতা নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।