শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
বিগত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, তিনি দলের হাই কমান্ডের যে কোন সিদ্ধান্ত রাজপথে পালনের লক্ষ্যে ঝাপিয়ে পড়েছেন তার কর্মী সমর্থকদের নিয়ে, তিনি হরতাল মিছিল ও আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে, দলের সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে রাজপথে বসে কয়েকবার কারাবরন করেছেন,হারিয়েছেন অর্থ সম্পদ ও নিজের সম্মান, অনেক নির্যাতনের শিকার হয়েছেন তিনি ও তার পরিবার ,১৭ বছরে ঘরবাড়ি ছেড়ে থেকেছেন আত্মগোপনে।আত্মগোপনে থাকাকালীন কেন্দ্রের যে কোন সিদ্ধান্ত পালন করেছেন রাজপথে, সভা সমাবেশ হরতাল মিছিলে এমনকি জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন বরিশাল ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে।
তিনি বলেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর নেতৃত্ত্বে আমার জীবনকে বাজি রেখে বিগত দিনে দায়িত্ব পালন করেছি ভবিষ্যতেও করবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে বাকি জীবন পার করে দিতে চাই জিয়া পরিবারের সঙ্গে, আমি আমার নিজের চাইতেও বেশী ভালবাসি জাতীয়তাবাদী দলকে, ভালোবাসি জিয়া পরিবারকে, ভালোবাসি জিয়াউর রহমানের আদর্শকে, আমার বাকী জীবন এই পরিবারের সঙ্গে জাতীয়তাবাদী শক্তির সঙ্গে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োগ করতে চাই। তিনি তার রাজনৈতিক জীবনে ছাত্রদল,যুবদলের নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন,তারই সঙ্গে প্রায় দুই বছর পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তার সমর্থকরা বলেন এম এ মাসুদ হাওলাদার ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন, যেকোন পরিস্থিতিতে দলের সিদ্ধান্ত পালন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন রাজপথে, তিনি প্রকৃত জিয়া পরিবারের আদর্শের সৈনিক।