খোকন নুরুজ্জামান;পিরোজপুর প্রতিনিধি;
পিরোজপুরের জেলা বিএনপির উদ্যোগে,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সদর উপজেলাে, টোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অদ্য ১৭ই জানুয়ারি(শুক্রবার) ২০২৫ তারিখ,সকাল ১০ ঘটিকার সময় উপজেলার টোনা ইউনিয়নের বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অত্র এলাকার সকল ধর্মের ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে টোনা ইউনিয়ন বিএনপি'র মোঃ কবির হাওলাদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও বিশেষ অতিথি অধ্যক্ষ দীলিপ কুমার মিস্ত্রি,সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পিরোজপুর জেলা শাখা ও পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান সাওন সহ টোনা ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হায়দুল হাওলাদার সাধারণ সম্পাদক,টোনা ইউনিয়ন বিএনপি।
অতঃপর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ, আলমগীর হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জাতীয়তা বাদী দল বিএনপি ইতিপূর্বে বিপদগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে ছিল এখনো থাকবে,বর্তমানে চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শীত বস্ত্র প্রদান করা হলো, আগামীতে বিএনপি'র হাতকে শক্তিশালী করতে আমাদের পাশে থাকবেন বলে ব্যক্ত করেন।