শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
অদ্য ৫ মার্চ(বুধবার)২০২৫ খ্রিস্টাব্দ,বিকাল ৪ ঘটিকার সময়,পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে, পিরোজপুর সেনাবাহিনীর (২২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন) এর উদ্যোগে ও ব্যবস্থাপনায়,জিওসি ৭ পদাতিক ডিভিশন এর পক্ষ হতে গরীব অসহায় ও দুস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন,স্থানীয় ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক এ ছাড়াও পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। উক্ত বিতরণ অনুষ্ঠানে ৫০ জন গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী (সদর উপজেলার ২০ জন,নেছারাবাদ উপজেলার ১৫ জন ও মঠবাড়িয়া ১৫ জন) বিতরণ করা হয়। বিতরণ শেষে নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, পিরোজপুরে অবস্থানরত সেনাবাহিনীর পদাতিক ডিভিশন জনসাধারণের জান-মাল নিরাপত্তায় থেকেও সিয়াম মাসে ৫০ জন গরীব-দুস্থ ব্যক্তিদের খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন,আমরা তাদের সাধুবাদ এবং সদর উপজেলা প্রশাসন কৃতজ্ঞতা প্রকাশ করছি।