বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
রিপোর্টার:-মুন্সী ফরহাদ হোসেন
আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার নেতৃবৃন্দরা। গতকাল বুধবার বিকেলে কালকিনি কলেজ রোড এলাকার কৃষি ব্যাংকের নিচে দলটির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহদী হাসান সুমন, সেক্রেটারী আলি আকবার, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতী মোকাদ্দেসুর রহমান, সহ-সভাপতি ইয়াকুব আলি মুন্সি, সাংগঠনিক সম্পাদক জি,এম ইমাম হোসেন, পৌর আন্দোলনের সভাপতি লুৎফর রহমান মুন্সি, মুজাহিদ কমিটির ছদর ক্বারী মোহাম্মদ রুহুল আমিন আহমেদসহ অন্নান্য দায়িত্বশীল ও সকল ইউনিয়নের মুজাহিদ ভাইয়েরা উপস্থিত ছিলেন।