শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক;
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। দেশটির ধর্মমন্ত্রী নাসারউদ্দিন ওমর শনিবার (২৯ মার্চ) রাতে এ ঘোষণা দিয়েছেন। খবর *দ্য এইজ মালয়েশিয়া*।
মন্ত্রী জানান, ১৪৪৬ হিজরি সনের প্রথম শাওয়াল ২০২৫ সালের ৩১ মার্চ পড়বে এবং ওইদিন ইন্দোনেশিয়ার মুসলমানরা ঈদ উদযাপন করবেন। এই ঘোষণা আসে ইসবাত সম্মেলনের পর, যেখানে শাওয়াল মাসের তারিখ নির্ধারণ করা হয়। সভায় সরকারের প্রতিনিধি, ওলামা কাউন্সিল, জ্যোতির্বিজ্ঞানী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ, যেখানে প্রায় ৯০% মানুষ ইসলাম ধর্ম পালন করেন। এ বছর দেশটির মুসলমানরা ১ মার্চ থেকে রোজা পালন শুরু করেছিলেন এবং ২৯টি রোজার পর ৩১ মার্চ ঈদ উদযাপন করবে।
ঈদ উপলক্ষে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ধর্মমন্ত্রী আশাবাদ প্রকাশ করেন যে, দেশটির মুসলমানরা আনন্দ ও সৌহার্দ্যের সঙ্গে ঈদ উদযাপন করবেন।