পটুয়াখালী জেলা প্রতিনিধি;
আসছে ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটির ৯ টি পদের সভাপতি, সহ-সভাপতি, দুটি সহ-সাধারন সম্পাদকসহ ৭ টি পদের নির্বাচনে বিএনপি পন্থী ও জামায়াত পন্থী প্রতিদ্বন্দী প্রার্থীদের নির্বাচনী লড়াই জমজমাট চলছে।
এ আইনজীবী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক বিএনপি নেতা অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন ও লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. মো.মুজিবুল হক বিশ্বাস রানা এর বিপরিতে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় তার বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৭ টি পদের মধ্যে সভাপতি পদে লড়ছেন পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. মো. হুমায়ুন কবির(২) ও জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান, সহ-সভাপতি পদে বিএনপি পন্থী অ্যাড. মো. মিজানুর রহমান পিকু ও জামায়াত পন্থী অ্যাড. আলহাজ্ব মো. মজিবুর রহমান(৪), দুটি সহ-সাধারন সম্পাদক পদে লড়ছেন জামায়াত পন্থী অ্যাড. মো. ওমর ফারুক, জামায়ত পন্থী অ্যাড. মো. আনোয়ার হোসাইন(৫), বিএনপি পন্থী অ্যাড. হুমায়ুন কবির(৬) ও বিএনপি পন্থী অ্যাড. মো. আশিকুর রহমান তুষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে জামায়াতের অ্যাড.মো. আবু সাঈদ খান ও বিএনপির অ্যাড. আরিফুর রহমান রিয়াজ, দুটি সদস্য পদে জামায়াতের অ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী, বিএনপির অ্যাড. মো. মহিউদ্দিন রোমান ও অ্যাড. মারিয়াম আহমেদ।
২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সমিতি ভবনের দ্বিতলায় সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। উক্ত আইনজীবী সমিতিতে ৫৬৭ জন সদস্য রয়েছে।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমি শনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. মো. মোহসীন উদ্দীন-২। দুইজন সদস্য হয়েছেন অ্যাড৷ মো. জাহাঙ্গীর হোসেন ও অ্যড. আ.ত.ম.বদিউজ্জামান ( তাহের)।।