শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি পটুয়াখালী।
আতশবাজি ফুটাতে গিয়ে শাসনালীতে আঘাতপ্রাপ্ত হয়ে পটুয়াখালীর মুন্সেফপাড়ার ১০ বছরের এক শি*শু*র মৃ*ত্যু হয়েছে, প্রত্যক্ষ দর্শিরা জানান চাঁদ রাতে বাজি ফুটাতে গিয়ে একটার পিছনে আগুন দিতে গিয়ে অন্য একটি পকেট থেকে পরে যায় তা উঠাতে গিয়ে বিকট শব্দে একটুকরা শাসনালির ভিতরে গিয়ে এ দুর্ঘটনার স্বীকার হয়।মুনসেফ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান জানান মাগরিবের পরে এশার নামাজের আগে কয়েকটি বাচ্চাদের সমন্নয় এ বাজি ফুটাতে গিয়ে অকালে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।