সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
উল্লাপাড়া প্রতিনিধি, মোঃ ফয়সাল হাসান
২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ( ২৫ মার্চ ) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১২নং পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রতিজন সুবিধাভোগী ১০ কেজি করে চাল পেয়েছেন। এ কর্মসূচি বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সহযোগিতায় ছিল পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ।
চাল বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুবিধাভোগীরা এ সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।