মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
মোঃ হাসমত আলী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
এনায়েতপুর কেজির মোড়, বাংলাদেশ ফারিয়া এসোসিয়েশন কর্তৃক এনায়েতপুর “থানা মডেল ফারিয়ার” উদ্যোগে টেরোরিস্ট, ঘাতক ইসরায়েল কর্তৃক নিরিহ ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা চালিয়ে পূরো ফিলিস্তিন কে ধ্বংশ করে, ফিলিস্তিনি নর নারী ও শিশু দের নির্বিচারে হত্যার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন করা হয়। প্রতিবাদ মানববন্ধন এ উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ফারিয়া সভাপতি মোঃ ইলিয়াস হোসাইন তিনি বলেন,, আজকে সারা বাংলাদেশর ফারিয়া কর্তৃক ইসরাইলে এর এই বর্বর হামলা ও মুসলিম দের হত্যার জন্য আমরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছি, তিনি আরও বলেন আগামী তে আমরা আরো বরো কর্মসূচি দেব। উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সভাপতি মোঃ আব্দুল করিম, তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো,পারলে প্রতিরোধ গড়ে তোলো না পারলে মনে প্রাণে তাহাদের ঘৃনা করো, তিনি আরও বলেন, ফিলিস্তিনি গাজাকে ধ্বংস করতে শুধু ইসরায়েল ই দায়ী না, তাহাকে যাহারা সাহায্য করছে তাদের সবাইকে আমরা মনে প্রাণে ঘৃণা করি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মোঃ মুক্তার হাসান রাতুল, সাধারণ সম্পাদক এনায়েতপুর থানা মডেল ফারিয়া, উপস্থিত ছিলেন মোঃ শোয়েব মীর, প্রধান উপদেষ্টা এনায়েতপুর থানা মডেল ফারিয়া, উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম উপদেষ্টা, মোঃ হেলাল উদ্দিন, উপদেষ্টা, মোঃ আতাউর রহমান উপদেষ্টা, মোঃ হাসমত আলী,রেমেক্স ল্যাবরেটরিস মোঃআদিবুল ইসলাম ইবনে সিনা ফার্মা, মোঃ নওশাদ আলী,পোপোলার ফার্মা, মোঃ রাসেল আহমেদ জিসকা ফার্মা, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন,রেডিয়েন্ট ফার্মা, মোঃ হাসান ঈমাম রেডিয়েন্ট ফার্মা শরিফ ইসলাম, হেল্থ কেয়ার, মোঃ আব্দুল মালেক,বীকন ফার্মা, মোঃ সবুজ হোসেন,ইউনিমেড ইউনিহেল্থ, মোঃ নুরুল ইসলাম ফয়সাল,পোপোলার, মোঃ সুমন আহমেদ কেমিস্ট ফার্মা, মোঃ আব্দুল্লাহ আল মামুন, গ্লোব ফার্মা মোঃ আশিক ইমপিরিক ল্যাব, মোঃ মিলন হোসেন, ইবনে সিনা ফার্মা, মোঃ মনিরুজ্জামান মনি এসিআই ফার্মা, মোঃ বেলাল হোসেন কনকর্ড ফার্মা, মোঃ হোসাননুজ্জামান, ড্রাগ ফার্মা, মোঃ শাহিন এসকে এফ ফার্মা, মোঃ রুহুল আমিন ড্রাগ ফার্মা মোঃ মাসুদ মোঃ রেজাউল মোঃ সালেক মোঃ মোস্তাক আহমেদ মোঃ আখলাকুজ্জামান মোঃ সাজ্জাদ হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।