শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে এক মালেশিয়া প্রবাসী গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। সকালে উপজেলার আবাদপুকুর উত্তরপাড়া গ্রামের মালোশিয়া প্রবাসী মো. মাসুদ রানা মন্ডলের নিজ অর্থায়নে আবাদপুকুর উত্তরপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করেন।
তিনি এলাকার শতাধিক গরীব অসহায় দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী হিসাবে সেমাই ও চিনি তুলে দেন প্রবাসী মাসুদের বাবা মো. মোজাহার মন্ডল। প্রবাসীর পক্ষ থেকে ঈদ সামগ্রী পেয়ে খুশি অসহায় দুস্থ পরিবারগুলো।এ সময় বিতরণ অনুষ্ঠানে প্রবাসী মাসুদের পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।