শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁতে জামায়াতি ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর সদর উপজেলা জামায়াতি ইসলামের উদ্যোগে গতকাল বিকেলে গরীব অসহায়দের মাঝে নওগাঁ জেলা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয় ২৫০ পরিবারের মধ্যে।
সঞ্চালনায় ছিলেন অ্যাড. আব্দুর রহিম উপজেলা সাধারণ সম্পাদক ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রাকিব।
এসময়ে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন ও ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আ স ম সায়েম, উপজেলা নায়েবে আমির ক্বারি মাওলানা আজিজুর রহমান মাহমুদুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, বায়তুলমাল সেক্রেটারি আব্দুস সাত্তার, অফিস সেক্রেটারি মুসতফা খালিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।