মাঠে ঘাটে বিলেতে একপায় দাঁড়িয়ে, ছায়া দেয়, ফল দেয়, মিস্টি পানি দেয়, বুক পেতে দেয় বর্জাঘাতে মানুষ, পশু পাখিরে বাঁচাবার তরে।।
লাগাও তালগাছ, বাঁচাও প্রান। রাখিও স্মরণে, বাঁচিয়ে রাখ তারে, তোমারই প্রয়োজনে।। **নাসির মল্লিক**