বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
মোঃ হাসমত আলী (বাবু)
সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপস কূল শিরোমণি, হযরত খাজা বাবা শাহ মোহাম্মদ ইউনূছ আলী (রহ:) সাহেবের ছোট সাহেব জাদা, হযরত খাজা মোহাম্মদ আব্দুল কুদ্দুস (ছোট হুজুর) হুজুর পাক ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
গতকাল শুক্রবার ১৮ ই অক্টোবর, ২ রা কার্তিক,১৪৩১ বঙ্গাব্দ,১৪ ই রবিউস সানি ১৪৪৬ হিজরী, ঢাকা আজিমপুরের নিজ বাসভবনে সন্ধ্যা ৬:৪৫ মিনিট বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি ছিলেন, হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনূছ আলী (রহ:) সাহেবের কনিষ্ঠ সাহেব জাদা এবং সাবেক সভাপতি ও ফাউন্ডার মেম্বার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা।
তিনি মৃত্যুকাল ৫ ছেলে ও লক্ষ্য লক্ষ্য ভক্ত বৃন্দকে শোকের সাগরে ভাসিয়ে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন।
আজ ১৯ শে অক্টোবর রোজ শনিবার বাদ জোহর, এনায়েতপুর পাক দরবার শরীফে জানাজা সম্পন্ন হবার পর এনায়েতপুর পাক দরবার শরীফে তার বুজুর্গ পিতা, খাজা শাহ মোহাম্মদ ইউনূছ আলী এনায়েতপুরী(রহ:) সাহেবের পাশেই সমাধি করা হবে।
উক্ত জানাজায়, ধর্মপ্রাণ মুসলমান, আত্নীয় স্বজন, ভক্ত বৃন্দ,আশকান,জাকেরান ভাইদের কে শরিক হবার জন্য বিশেষ ভাবে আহবান করা যাচ্ছে।