সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
**কিছু কিছু প্রেম**
কিছু কিছু প্রেম আছে
যা বিরহে-ই আনন্দ,
কিছু কিছু ভালবাসা আছে
যা দুরে বসে, অনুভবে-ই আনন্দ।
তবে কি ভালবাসা আনন্দ নয়
বেদনার প্রতিধ্বনি।।
বুকের ভিতর চিনচিন বেদনায়
কল্পাকাশে উড়ে যাওয়া সীমানায়,
হাতে হাত রেখে ভেসে যাওয়া দিগন্তে,
মনের পরতে পরতে
বেদনার বিছানাতে,
নয়ন জলে ভেসে ভেসে
ভাসি আমি কষ্টের জগতে।।
নীল নীল ছায়াপথে
রংচটা আলোক ছ’টায়,
মনভাসে সীমাহীন সীমান্তে।
আহা কষ্ট গুলো বৃষ্টি হয়ে
নেমে আসে মর্তে,
আগুনের লেলিহান শিখাতে
জ্বলি আমি দিবা নিশিতে।।
……..নাসির মল্লিক………