রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
অদ্য ৯ এপ্রিল বুধবার -২০২৫ তারিখ, বৈকাল ৫ ঘটিকার সময় পিরোজপুরের কাউখালী উপজেলার ৪নং চিড়াপাড়া ইউনিয়নের গাজিরউলা বাজার সড়ক থেকে শুরু করে প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে বেকুটিয়া ব্রিজ সংলগ্ন নতুন বাজারে এসে শেষ করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও ব্যবসায়ীগনের উপস্থিতিতে “যুদ্ধ বিরতি লংঘন করে ফিলিস্তিনির গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে” বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোপ মিছিলটি ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে আয়োজন করা হয় অতঃপর বক্তব্য রাখেন, মাওলানা মোঃ মতিউর রহমান,মোঃ আমিনুল ইসলাম ইমাম ও খতিব, এ সময় বক্তারা ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলী গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠন গুলোর প্রতি গনহত্যা বন্ধের জন্য সন্ত্রাসী ইসরায়েলকে চাপ সৃষ্টি করার দাবি জানান। বাংলাদেশে ইসরায়েল কে সহায়তা করে এমন কোম্পানির পন্য বয়কটের দাবি জানান। মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে তারা এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।