সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ঈদ-উল-ফিতর কালীন সড়ক দুর্ঘটনায় প্রতিরোধে সচেতনামূলক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অদ্য ৬মার্চ (বৃহস্পতিবার) দুপুর থেকে কাউখালী ৫নং শিয়ালকাঠি চৌরাস্তায় ঢাকা খুলনা মহাসড়কে,উপজেলা প্রশাসন ও কাউখালী থানা পুলিশের একটি টিম কে সাথে নিয়ে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন,উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। মোবাইল কোর্ট পরিচালনা কালীন ৩টি মামলায় মোট ১৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান ও বাস-ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সুদীপ্ত দেবনাথ বলেন,চলমান সিয়াম মাস ও আসন্ন ঈদুল ফিতর কালীন বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা ঘটে,অসতর্ক অসচেতন এবং হেলমেট বিহীন অতিরিক্ত লোক বহনে দুর্ঘটনা ঘটে। এছাড়াও দূরপাল্লার বাস-ট্রাকের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ বিষয়ে সতর্কতা জানানো হয়। তাই সড়ক দুর্ঘটনা এরাতে এবং জনসাধারণের জানমাল নিরাপত্তায় এ ধরনের সচেতনামুলক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।