শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
অদ্য ২মার্চ(রবিবার)২০২৫ খ্রিস্টাব্দ,সকাল ১০ ঘটিকার সময়,উপজেলা প্রশাসন,থানা পুলিশ,শিক্ষক,ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে র্যালী অনুষ্ঠিত হয়,অতঃপর অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্বকরেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। সার্বিক পরিচালনায় ছিলেন নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফ বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান নয়ন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বক্তব্যে নির্বাচন উপজেলা অফিসার আরিফ বিল্লাহ বলেন,বর্তমানে ছবিসহ ভোটার তালিকা ২০২৫ হালনাগাদ চলমান,৫টি ইউনিয়নের সমাপ্তির সদর ইউনিয়নে কার্যক্রম চলছে। আমরা যাচাই-বাছাই শেষে একজন নতুন ভোটারকে সংযুক্ত করতে পেরেছি। তারপরেও যদি কারো বাদ পরে থাকে আমাদের নির্বাচন অফিসের দরজা সব সময় খোলা থাকবে। পরবর্তীতে উপস্হিত ব্যক্তিদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন নির্বাচন অফিসার। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।