প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন ;
অদ্য ১৩ মার্চ(বৃহস্পতিবার) ২০২৫ খ্রিঃ রাত অনুমান ২.৫০ ঘটিকার সময়,পিরোজপুর জেলার কাউখালী উপজেলা থানাধীন ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের হানিফ সরদার এর বাড়ী,ভিকটিম এর নানাবাড়ি ঘটনাটি ঘটে।
জানা যায় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া সাকিনস্থ হানিফ সরদার এর স্ত্রী আকলিমা বেগম(৫৩),বড় মেয়ে-সাবিনা বেগম (২০),মেঝো মেয়ে-সীমা বেগম(১৮),ছোট মেয়ে - সুমনা বেগম(১৩), নাতনি- ফাতেমা আক্তার (৭) গতকালবুধবার রাতে বাড়িতে পরিবারের সাথে রাতের খাবারে কথিত পোটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পরলে তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে ভিকটিম ফাতেমা আক্তার (৭) কে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুব্রত কর্মকার ভিকটিম ফাতেমা আক্তার কে মৃত ঘোষণা করেন। এবং পরিবারের অন্যান্য সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। মৃতদেহ ভিকটিমের পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হলেও মৃতের খবরটি তাৎক্ষণিক কাউখালী থানা পুলিশ প্রশাসনকে হসপিটালের থেকে অবগত করা হয়নি। এদিকে কাউখালী থানা পুলিশকর্মকর্তা মোঃ সোলায়মান বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে,ভিকটিম এর বাড়ীতে তদন্তে একটি পুলিশ টিম পাঠানো হয়।
মৃতঃ ফাতেমা আক্তার(৭),পিতা- মোঃ কামাল হোসেন,মাতা- সাবিনা বেগম,অন্যান্য আহত সদস্যরা চিরাপারা গ্রামের একই পরিবারের সদস্য।