শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
প্রতিনিধি মোঃনুরুজ্জামান খোকন
বৃহস্পতিবার ৩ এপ্রিল-২০২৫ তারিখ, আনুমানিক রাত ২-৫ ঘটিকা সময় পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন ৩নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর কেউন্দিয়ায় অবস্থিত সামাজিক উন্নয়ন সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এস ডি এফ)অফিসের তালা কেটে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক অফিসে রক্ষিত বিভিন্ন মালামাল নিয়ে যায়।
উক্ত অফিসের দায়িত্বশীল নেত্রীরা বলেন,অফিসে থাকা সিলিং ফ্যান ৩টি,প্লাস্টিকের চেয়ার ৩০টি,ওয়েট মেশিন,ক্যালকুলেটর,চেক বই সহ মূল্যবান প্লেট,কাপ-পিরিচ এবং অফিসের নিত্য প্রয়োজনীয় সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়। বর্ণিত অফিসের দরজার তালা লাগানোর কড়া কেটে অজ্ঞাত চোর দল আসবাবপত্র নিয়ে যায় বলে জানা যায়। বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী অফিসের দরজা খোলা দেখে অফিসের সংশ্লিষ্ট লোকজন কে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে,উক্ত অফিসের সভানেত্রী লাভলী বেগম চুরির বিষয়টি নিশ্চত হয়ে,স্থানীয় চেয়ারম্যান মেম্বার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ স্থানীয় থানায় অবগত করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানা পুলিশকে অবগতপূর্বক একটি অভিযোগ দায়ের করেন।