রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
গোলাম আজাদ বরগুনা।
স্বর্গে প্রথম মোল্লা যাবে
নরগেও ঠিক তেমনটাই,
বিশ্বনবী দঃ বলেছিলেন
হাদিসে–তো এমনটাই।
পুঁজি করে ধর্মটাকে
কিছু মোল্লা ব্যবসা করে,
কথায় কথায় মিথ্যা বলে
মুনাফিক কেও হার মানায়।
ছুফি সেজে মোল্লা বেশে
ব্যবহারের সুযোগ বুঝে,
আতর গোলাপ সুরমা মেখে
জোয়ার দেখে বাদাম দেয়।
তালই খালুর বরাত দিয়ে
আর কত কাল দাপাবা!
কালোটাকে সাদা বলে
আর কতকাল চালাবা?
হ্যামিলিয়নের বাঁশিওয়ালা
রূপ ধরেছে ওরা তাই,
অসাধু এই মোল্লাদেরকে
সমাজ থেকে কর ছাটাই।