শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
প্রতিনিধিঃ- মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুরের কাউখালী উপজেলায় অবস্থিত এম মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ ও ২৩ ফেব্রুয়ারী(শনিবার ও রবিবার) ২০২৫ খ্রিস্টাব্দ,উপজেলার ৩নং সদর ইউনিয়নে জয়কুল গ্রামে অবস্থিত,প্রতিষ্ঠাতা এম,মতিউর রহমান (সাবেক যোগাযোগ মন্ত্রী,সচিব ও রাষ্ট্রদূত) উক্ত প্রতিষ্ঠানে প্রতি বছরের ন্যায় বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান,প্রতিষ্ঠানটির সবুজ চত্বরে শনিবার সকাল ৮ ঘটিকা থেকে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হয়।অতঃপর রবিবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দীন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এস এম আহসান কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা বিএনপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদ রহমান হাসান(দাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক)। মোঃ সোলায়মান কাউখালী থানা ইনচার্জ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। সৈয়দ লুৎফুর রহমান। এইচ এম দ্বীন মোহাম্মদ সদস্য সচিব উপজেলা বিএনপি।নাসির উদ্দিন মাহমুদ অধ্যক্ষ কাঠালিয়া মাধ্যমিক বিদ্যালয়। নার্গিস রহমান সাবেক সভাপতি ম্যানেজিং কমিটি। নান্না মিয়া প্রধান শিক্ষক এম এম মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও সাংবাদিক এনামুল কিবরিয়া মেহেদী, মোঃ নুরুজামান খোকন এবং উক্ত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।